Popular Articles

Coronavirus ওজন কমানোর উপায় করোনা ভাইরাস করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় কোন সময়ে শিশুর কোন টিকা দিতে হয় ক্যানসার ক্যান্সার রোধে তেঁতুল অপ্রতিরোধ্য খাদ্য ও পুষ্টি খুশকি ও চুল পড়া খেজুরের ঔষধি গুণাগুণ চুল পড়া সমস্যা চুল পড়া সমস্যা চিকিৎসা নিয়ে বিভ্রান্তি জিমে না গিয়ে ওজন কমান ডায়রিয়া দুপুরে ঘুমের শক্তি পান খেলে যে ১০ টি অসুখ ভালো হয় পেট ফাঁপা ও বদহজম থেকে মুক্তির ঘরোয়া উপায় প্রতিদিন পান খেলে কী হয় প্রাকৃতিক চিকিৎসা ফুলকপির গুনাগুন ফ্রিজে কাঁচা ডিম রাখলে কি হয় ! বাঁধাকপির গুণাগুণ বাংলাদেশী সবজির ঔষধি গুণ মুরগির না হাঁসের ডিম কোনটি ভালো? যোগব্যায়াম যোগব্যায়াম কেন করবেন? লিভার রোগ থেকে মুক্তির উপায় লিভার রোগের লক্ষণ শিশু'র টিকা শিশুদের ডায়রিয়ায় কী করবেন? শীতকালীন সর্দি-কাশি থেকে মুক্তির ঘরোয়া উপায় ! সুস্বাস্থের জন্য লবণ স্তন ক্যানসার স্তন ক্যানসার নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি স্তন ক্যান্সারঃ কারণ ও চিকিৎসা স্বাস্থ্য মানে কী ? স্বাস্থ্য সংবাদ হার্ট এ্যাটাক কাদের বেশী হয়

খুশকি ও চুল পড়া

খুশকির ইংরেজি প্রতিশব্দ হল ‘ডেনড্রাফ’। এটি সাদা সাদা শিথিল ও মসৃণ শুকনো মৃত চামড়ার আঁশ, যা দ্রুত সমস্ত মাথার ত্বককে আক্রান্ত করে ফেলে। এ অবস্থা যখন মারাত্মক আকার ধারণ করে, তখন আঁশগুলো সাদা-হলুদে মিশে আঠালো হয়ে ওঠে। পরিণতিতে সৃষ্টি হয় টাক।

কারণঃ প্রধান কারণগুলো হল- * অজানা * বংশগত ষ ফিজিওলজিক্যাল * সাইকোলজিক্যাল * দুশ্চিন্তা, টেনশন ও অবসাদ * জীবাণুঘটিত- পিটাইরোস্পোরাম ও ভাল * বিশেষ ওষুধ সেবনে সৃষ্ট * হরমোনাল- কিছু বিশেষ হরমোন দায়ী * ঋতুজনিত আর্দ্রতা ও তাপমাত্রা * পুষ্টি সমস্যা * ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব ইত্যাদি।

চিকিৎসাঃ অনেক চিকিৎসা আছে। তবে সঠিক কারণ শনাক্ত করে চিকিৎসা দেয়াই হল সফল চিকিৎসার মূল ভিত্তি। অত্যাধুনিক কসমো-থেরাপির মাধ্যমে চিকিৎসা কার্যকরী। চিকিৎসাটির মাধ্যমে চুল ফাটা ও চুলের রুক্ষতা নির্মূল করা সম্ভব।
ডাঃ একেএম মাহমুদুল হক (খায়ের)
ত্বক, যৌন, সে ও অ্যালার্জি বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন, কনসালটেন্ট, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা
ফোন- ৯৩৩৮৯১১।

No comments: