Popular Articles

Coronavirus ওজন কমানোর উপায় করোনা ভাইরাস করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় কোন সময়ে শিশুর কোন টিকা দিতে হয় ক্যানসার ক্যান্সার রোধে তেঁতুল অপ্রতিরোধ্য খাদ্য ও পুষ্টি খুশকি ও চুল পড়া খেজুরের ঔষধি গুণাগুণ চুল পড়া সমস্যা চুল পড়া সমস্যা চিকিৎসা নিয়ে বিভ্রান্তি জিমে না গিয়ে ওজন কমান ডায়রিয়া দুপুরে ঘুমের শক্তি পান খেলে যে ১০ টি অসুখ ভালো হয় পেট ফাঁপা ও বদহজম থেকে মুক্তির ঘরোয়া উপায় প্রতিদিন পান খেলে কী হয় প্রাকৃতিক চিকিৎসা ফুলকপির গুনাগুন ফ্রিজে কাঁচা ডিম রাখলে কি হয় ! বাঁধাকপির গুণাগুণ বাংলাদেশী সবজির ঔষধি গুণ মুরগির না হাঁসের ডিম কোনটি ভালো? যোগব্যায়াম যোগব্যায়াম কেন করবেন? লিভার রোগ থেকে মুক্তির উপায় লিভার রোগের লক্ষণ শিশু'র টিকা শিশুদের ডায়রিয়ায় কী করবেন? শীতকালীন সর্দি-কাশি থেকে মুক্তির ঘরোয়া উপায় ! সুস্বাস্থের জন্য লবণ স্তন ক্যানসার স্তন ক্যানসার নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি স্তন ক্যান্সারঃ কারণ ও চিকিৎসা স্বাস্থ্য মানে কী ? স্বাস্থ্য সংবাদ হার্ট এ্যাটাক কাদের বেশী হয়

যোগব্যায়াম কেন করবেন?

 সুস্থতার থেকে বড় কিছুই নেই। কথাটা সব সময় খেয়াল থাকুক আর না থাকুক, সামান্য একটু অসুস্থ হলে তা টের পাওয়া যায়। লম্বা সময় একটানা বসে থাকা, না খেয়ে থাকা, ভেজাল খাবার, একবারে অনেকটা খেয়ে ফেলা, তেল-চর্বি বা ভাজা-পোড়া খাওয়াই শুধু শারীরিক অসুস্থতার কারণ নয়। ব্যস্ত জীবনে হাঁটাচলা বা শারীরিক পরিশ্রমের সুযোগ না থাকাও অনেক রোগের কারণ। অধিকাংশ ক্ষেত্রে অনিয়ন্ত্রিত জীবনযাপন থেকেই বাড়তে শুরু করে ওজন। আর প্রয়োজনের অতিরিক্ত এসব ওজন তৈরি করে নানা শারীরিক সমস্যা।

সুস্থ থাকতে চাইলে নিয়মিত ব্যায়াম আর শারীরিক পরিশ্রম করতে হবে। হাঁটাচলা, দড়িলাফ, সাইকেল চালানো, সাঁতার, দৌড়—এসব ব্যায়াম করা তো অবশ্যই ভালো। তবে শহুরে জীবনে এগুলোর জন্য সময় বের করা বেশ কঠিন। তাতে হতাশ হওয়ার কিছু নেই। সুস্থ থাকার জন্য যোগব্যায়াম বা ইয়োগা করা যায়। নিজের ঘরেই তা সম্ভব

যেকোনো বয়স, শারীরিক গঠন আর ওজনের মানুষ যোগব্যায়াম করতে পারেন। তবে কোনো ধরনের অসুস্থতা থাকলে বিশেষজ্ঞের উপস্থিতিতে করা উচিত।

যোগব্যায়ামকে গবেষকেরা শুধু একটু নির্দিষ্ট ব্যায়াম বলেন না, তাঁরা বলেন এটি একধরনের ভালো অভ্যাস। যা অনিদ্রা, মানসিক অসুখ, বিষণ্নতা, বাড়তি ওজন, মনের চাপ, অমনযোগিতা কমিয়ে আনতে পারে। এমনকি যেকোনো ধরনের নেশা কাটাতে এর বিকল্প নেই। আর সারা পৃথিবীজুড়েই রয়েছে এর জনপ্রিয়তা।

যোগব্যায়ামে প্রতিবারই আপনি শিখতে পারেন নতুন কোনো আসন। ফলে একঘেয়েমি আসে না। আর পুরোনো আসন শিখতে পারেন নিখুঁতভাবে। অসাধারণ সব আসন বাড়তি ওজনের সঙ্গে সঙ্গে হাত-পা, হাঁটু আর মাংসপেশির ব্যথা থেকেও মুক্তি দেবে।

প্রশিক্ষকেরা জানান, যোগব্যায়ামচর্চার অন্তত এক ঘণ্টা আগে খাবার খেতে হবে। ভরা পেটে এটা করা ঠিক না। তবে খুব ক্ষুধা পেলে একটা কলা খাওয়া যেতে পারে। এ ছাড়া যোগব্যায়ামের বেলায় দম নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। সেটি চর্চা করতে হবে নিয়মিত।

collected from http://www.prothomalo.com/life-style

No comments: